ইতালির বিখ্যাত টাওয়ারটির ভেঙে পড়ার আশঙ্কা, শহরজুড়ে রেড এলার্ট
আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির চার ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকা ১৫০ ফুট লম্বা গ্যারিসেন্দা মিনারটি বরাবরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। কিন্তু দুঃসংবাদ এই যে— যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই মিনারটি। আর এত বড় মিনারটি ভেঙে পড়লে বড়সড় বিপত্তি ঘটার আশঙ্কা রয়েছে। তাই খালি করা হচ্ছে চত্বর।- খবর সিএনএন
ইতালির বলোগনা অঞ্চলে রয়েছে গ্যারিসেন্দা টাওয়ার। যা পিসার মিনারের থেকে সামান্য কম হেলে রয়েছে। পিসার টাওয়ার যেখানে পাঁচ ডিগ্রি হেলে সেখানে গত প্রায় ১ হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে পড়েছে এই সৌধটি।
ইতালির বলোগনা অঞ্চলের গ্যারিসেন্দা টাওয়ারের উচ্চতা ১৫০ ফুট। জানা গেছে ১৪ শতাব্দিতে এই টাওয়ারের ওপর ভ্রমণের নির্দেশ দেয় তৎকালীন প্রশাসন।
টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গ্যারিসেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়েছিল। ইতালির বিখ্যাত কবি দান্তের দ্য ডিভাইন কমেডি কবিতাতেও টাওয়ারটির কথা উল্লেখ রয়েছে।
গ্যারিসেন্দা টাওয়ারটির কাত হয়ে থাকার দিক কিছুটা পরিবর্তনের কারণে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।
Please follow and like us: