আশাশুনিতে মলমপাটির সদস্য গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি ঃ বাড়িতে চেতনা নাশক ব্যবহার করে চুরির অপরাধে মলমপাটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার বিকালে আশাশুনি থানায় আয়োজিত প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ এ তথ্য সাংবাদিকদের জানান। গ্রেফতার রাজ্জাক গাজী(৩৪)আশাশুনি থানার বসুখালী গ্রামের মৃতঃ নজরুল ইসলাম গাজীর ছেলে।
প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার জানান, ৬/৭ মাস ধরে জেলার বিভিন্ন এলাকায় বাড়িতে চেতনা নাশক ব্যবহারের মাধ্যমে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল চুরির ঘটনা ঘটে আসছে। এর আগে এধরনের কাজের সাথে জড়িত চক্রকে আটক করতে আমরা কাজ করে আসছি। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার শিমুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করে চক্রের সদস্য আঃ রাজ্জাক গাজী (৩৪) গ্রেফতার করা হয়েছে। সে প্রায় ২০ বছর যাবৎ শিমুলিয়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছে।ঘটনার দিন সে মোটর সাইকেলে করে সাথী চোরকে সেখানে নামিয়ে দিয়েছিল এবং কাজ শেষে চোরাই মালামালসহ সাথী চোরকে নিয়ে গিয়েছিল। জিজ্ঞাসবাদে সে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তীতে তার কাছ থেকে একজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক ওজন সাত আনা। তিনি আরও জানান, এই চক্রের ১০/১২ জনের সিন্টিকেড রয়েছে। তারা চোরাই মালামার স্বর্ণের দোকানে বিক্রয় করে থাকে। । আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে চক্রের অন্য সদস্যদের আটক করে আইনের আশ্রয় নেয়া হবে ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান। প্রেসবিফিং এ আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী সহ থানা পুলিশের সকল কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: