চলতি মাসেই আঘাত হানতে পারে আরেকটি ঘূর্ণিঝড়
ডেস্ক নিউজ:
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। একইসঙ্গে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী ২৯ নভেম্বর।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা প্রবল বলে আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা জানিয়েছেন।
এ বিষয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আগামী তিনদিনে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা, তা জানা যাবে ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে।
আগামী শনিবার থেকে নিম্নচাপের প্রভাবে সারাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
বুধবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আগামী তিনদিন আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সারাদেশে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার থেকে সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ার।
এ বিষয়ে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপটি। ২৯ নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে এটি।