কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় ট্যুরস এন্ড ট্রাভেলস নামীয় প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানাকরা হয়েছে। সোমবার দুপুরে দিকে থানা মোড়স্ত সিরকারি প্রাইমারি স্কুল পার্শ্ববর্তী দুটি প্রতিষ্ঠানে ওই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম জানান, কলারোয়া থানা মোড়ের পাশে অবস্থিত ফ্রেন্ডস ট্যুরস এন্ড ট্রাভেলস ও কলারোয়া ট্যুরস এন্ড ট্রাভেলসকে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনুমোদন না থাকার কারণে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া, তারা দুই মাসের ভিতরে লাইসেন্স না করলে প্রতিষ্ঠান সিলগালা করবেন বলে জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের সাইফুদ্দিন (সবুজ), থানার অফিসার এএসআই রওশন আরা, কনস্টেবল ফরিদ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
Please follow and like us: