পরিসংখ্যানে ভারত-অস্ট্রেলিয়া লড়াই
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের সমাপনী মঞ্চ প্রস্তুত। রোববার আহমেদাবাদে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে দিয়ে পর্দা নামবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের।
রোববার স্বাগতিক ভারত তৃতীয় এবং অস্ট্রেলিয়া লড়াই করবে ষষ্ঠ শিরোপার জন্য। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
দুই দলের শেষ ১০ লড়াইও বার্তা দিচ্ছে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ের। ক্রিকেটে ভারত এবং অস্ট্রেলিয়া এমন দল যারা নিজেদের দিনে করে দেখাতে পারে অসম্ভব কিছুই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ না পাওয়া রোহিত শর্মার দলকে হারাতে বদ্ধপরিকর প্যাট কামিন্সরাও।
অন্যদিকে, ভারতও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিতে মরিয়া কোহলিরা। মোহাম্মদ শামি-কোহলিরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। পুরো আসরজুড়ে ভারত যে দাপট দেখিয়েছে সেটি ধরে রাখতে পারলে অজিদের হারানো অসম্ভব কিছু নেই ভারতের জন্য।
ভারত-অস্ট্রেলিয়ার শেষ ১০ লড়াই-
১৭ নভেম্বর ২০২০, সিডনি : অস্ট্রেলিয়া ৬৬ রানে জয়ী
২৯ নভেম্বর ২০২, সিডনি : অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
২ ডিসেম্বর ২০২০, ক্যানবেরা : ভারত ১৩ রানে জয়ী
১৭ মার্চ ২০২৩, মুম্বাই : ভারত ৫ উইকেটে জয়ী
১৯ মার্চ, ২০২৩, বিশাকাপত্তম : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
২২ মার্চ ২০২৩, কলকাতা : অস্ট্রেলিয়া ২১ রানে জয়ী
২২ সেপ্টেম্বর মোহালি : ভারত ৫ উইকেটে জয়ী
২৪ সেপ্টেম্বর ২০২৩, ইন্দোর : ভারত ৯৯ রানে জয়ী
২৭ সেপ্টেম্বর ২০২৩, রাজকোট : অস্ট্রেলিয়া ৫৬ রানে জয়ী
৮ অক্টোবর ২০২৩, চেন্নাই : ভারত ৬ উইকেটে জয়ী