সাতক্ষীরায় আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরায় আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। (১৪ নভেম্বর) মঙ্গলবার সকালে ছফুরননেছা মহিলা কলেজের হলরুমে আই এফ আই সি ব্যাংকের আয়োজনে শীর্ষক সেমিনারে আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার CSM মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার ম্যানেজার হাসানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছফুরননেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আই এফ আই সি ব্যাংকের সাতক্ষীরা শাখার অফিসার শামিমা ইয়াসমিন, আই এফ আই সি ব্যাংকের পাটকেল ঘাটার উপশাখার ইনচার্জ আফরিন আহমেদ, ছফুরননেছা মহিলা কলেজের
সহকারী শিক্ষক পম্পাবতি মুখার্জি, প্রদীপ কুমার দাস,এ আর এম সেলিম আক্তার সহ আরো অনেকে।
সেমিনারে মূল উদ্দেশ্য নারীদের কে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা এবং ব্যাংকিং নিয়ে সচেতনতা সৃষ্টি।
Please follow and like us: