দেবহাটায় ৩০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট,দুই ব্যবসায়িকে মোবাইল কোর্টে সাজা
দেবহাটা প্রতিনিধি:
র্যাব এর বিশেষ অভিযানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ি রবিন মল্ডলকে তিন মাস ও রফিকুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় জব্দকৃত অপদ্রব্য মিশ্রিত ৩০০ কেজি বাগদা চিংড়ি মাটি বহনকারি ট্রলীর চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়েছে। এ কাজে নিয়োজিত ১১ জন নারী শ্রমিককে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মাছ ব্যবসায়ি রবিন মন্ডলের বাড়িতে এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্ত রবিন মন্ডলের বাড়ি দেবহাটা উপজেলার টিকেট গ্রামে ও রফিকুলের বাড়ি একই গ্রামের ঢালী পাড়ায়।
খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান জানান, বাগদা চিংড়ি কিনে তাতে সাবু, সুজিসহ বিভিন্ন ধরণের অপদ্রব্য পুশ করে ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে তার নেতৃত্বে র্যাব সদস্য ও উপজেলা মৎস্য কর্মকর্তা টিকেট গ্রামের রবিন মÐলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়িতে বাংদা চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালিন ১১ জন নারী শ্রমিক , ব্যবসায়ি রবিন মন্ডল ও রফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় পুশকৃত ৩০০ কেজি বাগদা চিংড়ি, কয়েকটি সিরিঞ্জ ও অপদ্রব্য মিশ্রিণের পাত্র। দুপুর একটার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সামনে রবিন ও রফিকুল তাদের দোষ স্বীকার করেন। ফলে রবিনকে তিন মাস ও রফিকুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আটককৃত ১১ জন নারী শ্রমিককে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। আটককৃত ৩০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি পার্শ্ববর্তী ভাটার পাশে রাস্তার উপর মাটি বহনকারি ট্রলী দিয়ে নষ্ট করা হয়। সাজাপ্রাপ্ত দুই ব্যবসায়িকে জেলখানায় পাঠানো হয়েছে।