শ্যামনগরে শ্রমিক লীগের নেতার ওপর সন্ত্রাসী হামলা
Post Views:
৪৭৭
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গবুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি রুহুল আমীন ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাচ্চুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শ্যামনগর থানায় এজেহার দায়ের হয়েছে।
গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার সময় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন আমিনুর রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপরে হামলার ঘটনাটি ঘটে।
এজেহার সূত্রে জানাযায়, আসাদুজ্জামান বাচ্চু ডুমুরিয়া গ্রামের সোহরাব তরফদার এর ছেলে বাবু তরফদারের নিকট (ব্যবসায়ের) টাকা পাওনা থাকায় তার সাথে দেখা হলে পাওনা টাকা নিয়ে কথা বার্তা হতে থাকাকালে আচমকা ডুমুরিয়া গ্রামের আবিয়ার রহমান (৪৮) ও আবুজার গাজী (৩৬), মোস্তাফিজুর রহমান (৪০), হাবিবুল্লাহ মালী (৩৫), আব্দুল বারী শেখ (৪২) সহ ২/৩ জন এসে এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং চাইনিজ কুড়াল দিয়ে রুহুল আমিন এর মাথার ডান পাশে কোপ মেরে মারাত্মক হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে। এছাড়াও গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয় এবং পকেটে থাকা টার্চ মোবাইল রাস্তার উপর আছাড় মেরে ভেঙে দেয়।
পরবর্তীতে স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে শ্যামনগর হসপিটালে ভর্তি করে। রুহুল আমিন মূহুর্মুহু রক্ত বমি করতে থাকায় এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হতে থাকায় শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এজেহার সূত্রে আরও জানাযায়, আসামী সাবেক যুব দলের সভাপতি এবং বর্তমানে (সরকারী দলের ছত্র ছায়ায় থেকে) জামায়াত বিএনপির গোপন অর্থদাতা ও সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে এলাকায় বেশ পরিচিত।
শ্যামনগর থানার অফিস ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এজেহার পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।