শ্যামনগরে মদ পাচার কালে সোহরাব ভারতে আটক লতিফ পরিচালক

শ্যামনগর প্রতিনিধি:

মদ পাচার কালে শ্যামনগরের কৈখালীর সোহরাব ভারতে আটক, লতিফ পরিচালক ৷ বিশেষ সূত্রে জানাগেছে যে, গত ৪ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১ টার দিকে শমশেরনগরের বিএসএফ শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে সোহরাব গাজীকে আটক করে ৷ তার কাছ থেকে ৪ কেস (১২x৪=৪৮) বোতল ভারতীয় মদ জব্দ করে ৷ পরবর্তীতে সোহরাবকে শমশেরনগরের বিএসএফ ভারতের পশ্চিম বঙ্গ হেমনগর কোষ্টাল থানায় হস্তান্তর করে ৷

এদিকে তথ্য নিয়ে জানাগেছে, একুই এলাকার সামছুদ্দীন গাজীর ছেলে আব্দুল লতিফের নেতৃত্বে
সোলাইমান গাজীর ছেলে আব্দুর রহিম ওরফে (ডিম রহিম), করিম বক্স গাজীর ছেলে রুবেল ও সোহরাব সহ কয়েকজন গত দূর্গাপূজার সময় ভারতে বৈধ পাসপোর্টের মাধ্যমে প্রবেশ করে ৷ ভারতের শমশেরনগরে একটি বাড়িতে মদগুলো রেখে আসে৷
পরবর্তীতে বৈধ পাসপোর্ট দেশে ফিরে
৪ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১ টার দিকে কৈখালী সীমান্ত দিয়ে নদী সাঁতরে ডিম রহিম, রুবেল, সোহরাব ও জয়াখালী গ্রামের নূর ইসলাম মেম্বারের ভাগ্নে অবৈধভাবে ভারতে প্রশের জন্য শমশেরনগরে পৌঁছায় ৷ জয়াখালী গ্রামের নূর ইসলাম মেম্বারের ভাগ্নেকে দাঁড় করিয়ে রাখে এবং ডিম রহিম ও রুবেলের কাছে মদগুলো নদীতে নামিয়ে দিয়ে তাকে সরদার বাড়ির ট্রলারঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সোহরাব ৷ আগে থেকে রাখা বাড়ি থেকে মদ নিয়ে নদীতে নামার সময় শমশেরনগরের বিএসএফ সোহরাব ও জয়াখালী গ্রামের নূর ইসলাম মেম্বারের ভাগ্নেকে মদ সহ আটক করে এবং
ডিম রহিম ও রুবেল নদীতে ঝাপ দিয়ে পালিয়ে আসে ৷

স্থানীয় সূত্রে জানাগেছে যে, ডিম রহিম ও রুবেল সহ জড়িতরা সকালে লতিফের বাড়ীতে বসাবসির মাধ্যমে বৈধপথে পাসপোর্টের মাধ্যমে সোহরাবকে জামিনে ছাড়িয়ে নেওয়ার প্রস্তুত চলছে ৷

এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্যসৃষ্টি হয়েছে ৷
ডিম রহিম ও রুবেলকে বাড়িতে পাওয়া যায়নি এবং বাড়ি থেকে মোবাইল নাম্বারও গোপন রাখার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷

তবে লতিফের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যান ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)