রিজার্ভ সংকট দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে, সংসদে রওশন এরশাদ
অনলাইন ডেস্ক :
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, রিজার্ভ সংকট দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। রিজার্ভ সংকট ক্রমাগত বাড়ছেই। ডলার সংকটে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য ও উপকরণ আমদানি করতে পারছেন না। এ সংকট থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা একটি সাংবিধানিক প্রক্রিয়ার ভেতর দিয়ে চলছি। এ সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। তবে এ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। সব রাজনৈতিক দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। নির্বাচন অবশ্যই সংঘাত-সহিংসতামুক্ত হতে হবে।
তিনি বলেন, দেশে অনেক উন্নয়ন হলেও জনগণ এর ভাগীদার হতে পারেনি। গ্রামীণ দারিদ্র্য বেড়েছে। কর্মসংস্থান নেই। বেকারত্ব ও মুদ্রাস্ফীতি বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। মানুষের আয় বাড়ছে না, অথচ ব্যয় ক্রমাগত বাড়ছেই। সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি। সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তুলতে পারেনি।
রওশন এরশাদ আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে জনশক্তিকে দক্ষ করতে হবে। তা না হলে অর্থনৈতিক স্বাধীনতা কখনই আসবে না।
বিরোধীদলীয় নেতা বলেন, শ্রীলংকা নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলা করেছে। তারা নিজস্ব চেষ্টায় আবার ঘুরে দাঁড়িয়েছে। আমাদের দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে। অর্থনৈতিক দিক দিয়ে আমরাও ঝুঁকির মধ্যে রয়েছি। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, এত উন্নয়ন সত্ত্বেও যানজট কমছে না। যানজটের কারণে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তথ্য ভান্ডারের তথ্য ফাঁস হচ্ছে, যা আমাদের সমূহ বিপদের মধ্যে ফেলবে। তাই তথ্য ভান্ডারের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
রওশন এরশাদ বলেন, সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলের গুরুত্ব অপরিসীম। অতীতের যে কোনো সংসদের চেয়ে একাদশ জাতীয় সংসদ ছিল অনেক বেশি কার্যকর। প্রধান বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি সরকারের সমালোচনা যেমন করেছে, তেমনি ভালো কাজেরও প্রশংসা করেছে। জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসাবে যথাসাধ্য আন্তরিক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।