গণভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
অনলাইন ডেস্ক :
ক্ষমতাসীন সরকারকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে গণভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে।
এ সময় নুর বলেন, জনগণ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত টানা হরতাল-অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণ আপনাদের শত্রু না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পরিণতি খারাপ হবে। সরকার শ্রমিক আন্দোলনে হামলা করে মিরপুরে ২ জন, গাজীপুরে একজনকে হত্যা করেছে। ২০১৩ সালে আলেম ও রাজনীতিবিদদের মেরেছে, গণগ্রেফতার করছে। এদের হাতে কেউ নিরাপদ নয়। সবাই মিলে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে।
সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জনগণের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে সরকার গণগ্রেফতার করেছে। বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে। বিএনপি, গণঅধিকার পরিষদসহ ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। গতকাল মগবাজার থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উজ্জ্বলকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।