চট্টগ্রামে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ২ ট্রাকে আগুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে দুটি পাথরবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছ কেটে সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন।
এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার পোমরা শান্তিরহাটে মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুবৃর্ত্তরা।
Please follow and like us: