৪ দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি
অনলাইন ডেস্ক :
চার দেশের সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রোববার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বলছে, বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা।
এ ছাড়া ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, পরিচালক এবং ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক বিভাগের সমন্বয়কারী জাহানারা ফারুক মলি উপস্থিত রয়েছেন।