কেরানীগঞ্জে র্যাব-পুলিশের তল্লাশি
অনলাইন ডেস্ক :
রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতাসহ অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকার প্রবেশ মুখ কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাব।
শুক্রবার বিকালে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, কেরানীগঞ্জ ট্রাফিকের ওসি মো. জাকির হোসেনের নেতৃত্বে ১০-১৫টি গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।
র্যাব দক্ষিণবঙ্গ থেকে পদ্মা সেতু হয়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাসসহ প্রাইভেটকার সিএনজি মোটরসাইকেল থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও সন্দেহজনক গাড়িতে তল্লাশি করে।
র্যাব ১০ এর উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে কেরানীগঞ্জে র্যাব-১০ এর ১০টি টহল টিম মাঠে আছে। শনিবার দেশের দুটি বড় রাজনৈতিক দলের মহাসমাবেশ, রাজনৈতিক সভা-সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা কাজ করছি।
কেরানীগঞ্জের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, পুলিশের ব্যাপক নজরদারি। অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে হাসনাবাদ, কদমতলী ও ঘাটারচর এলাকায় রয়েছে ব্যাপক নজরদারি। বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এ সময় যাত্রীদের মোবাইল চেক করতে দেখা যায়। কেরানীগঞ্জ থেকে রাজধানীতে নৌ পথে আসার খেয়াঘাটগুলোতে রয়েছে পুলিশের পাহারা।
ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইল, সঙ্গে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। এছাড়া বাসযাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড চেক করা হচ্ছে।
এক্ষেত্রে ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহণ, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ্য করা গেছে।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক ও ঢাকার প্রবেশমুখে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে সড়কে অবস্থান নিয়েছে তারা।
শাহীন আহমেদ বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো বাধা নেই। এ সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি বা শান্তি বিনষ্ট করলে তাদের জবাব দেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি, কোনো ধরনের নাশকতা যাতে না হয় সবাই যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।