আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ
অনলাইন ডেস্ক :
বিশ্বকাপে শুরুটা যেভাবে হয়েছিল পরের দুটি ম্যাচে ঠিক তার উল্টো পারফরমেন্স দেখা গেছে বাবর আজমদের। মনে হচ্ছে ছন্দ খুঁজে বেড়াচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজ জিতে বড় আশা নিয়ে এসেছিলেন তারা। কয়েক যুগ পর কাপ ঘরে নিয়ে যাবেন। সেটি আর হচ্ছে কই!
আজ প্রতিপক্ষ সহজ। তবে পাকিস্তানের খেলোয়াড়দের যে মনোবল ও ছন্দের ভারসাম্যহীনতা তাতে যেকোনো দলই তাদের বিপক্ষে অ্যাডভান্টেজ পেয়ে যায়।
সোমবার চেন্নাইয়ে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচেও স্কোয়াডে থাকছেন না নির্ভরযোগ্য ওপেনার ফখর জামান। হাঁটুর ইনজুরি তাকে ভোগাচ্ছে। ওপেনিংয়ে ইমাম-উল হকের সঙ্গী হবেন আবদুল্লাহ শফিক। দুজনের কম্বিনেশনও ভালো।
আজকের ম্যাচেও সমর্থকদের চোখ থাকবে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমের দিকে। তিনি চার ম্যাচ খেলে মাত্র একটি হাফসেঞ্চুরির ইনিংস খেলতে পেরেছেন। অথচ তার সমকক্ষ বিরাট কোহলি বিশ্বকাপে দুই দুটি সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন।
চারে সম্ভবত আজও খেলবেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সউল শাকিল ও ইফতিখার আহমেদ যথাক্রমে ৫ ও ৬ এ ব্যাট করতে পারেন। এই দুজন এই পজিশনে খেলেই অভ্যস্ত।
গত ম্যাচে উসমান মিরকে খেলিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি বেশ খরুচে বোলিং করেছে; যেটি মূল্য দিতে হয়েছে। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৮২ রান দিয়েছেন।
তাই আজকের ম্যাচে তার সুযোগ পাওয়া না পাওয়া ৫০-৫০।
এদিকে অলরাউন্ডার শাদাব খানকে আজ স্কোয়াডে দেখা যেতে পারে। তাকে উসমান মির কিংবা নওয়াজের স্থলে খেলোনো হতে পারে। নওয়াজও গত ম্যাচে ভালো করেননি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষ উইকেটশূন্য ছিলেন নওয়াজ।
পেস আক্রমণ আগের মতোই থাকছে। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি ত্রয়ী আফগান ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দেবেন।
সম্ভাব্য একাদশ
ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, নওয়াজ, শাদাব খান/উসমান মির, হারিস রউফ, আফ্রিদি, হাসান আলি।