ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের শ্যামনগরে আগমন
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের শ্যামনগরে আগমন করেন ৷
দাতা সংস্থা পিকেএসএফ বিভিন্ন সময়ে এনজিও নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন(NGF) এর ডোনার হয়ে কাজ করেন। এই প্রকল্পের আওতায় মহিলাদের পুষ্টি, জলবায়ু পরিবর্তন, সুপেয় পানি ইত্যাদি নিয়ে কাজ করে থাকে যা সরেজমিনে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Mr: Charles Whiteley সহ ৫ সদস্য বিশিষ্ট একটি টিম পরিদর্শন করেন ।
গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Mr Charles Whiteley সহ ৫ জন প্রতিনিধি টিম সকাল ৯টায় উপজেলার কৈখালি ইউনিয়নের কারিগর পাড়া, মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের কমিউনিটি ক্লিনিক, মুন্সিগঞ্জে গ্রামের বজলুর রহমানের খামার বাড়ি পরিদর্শন শেষে আটুলিয়া ইউনিয়নে অবস্থিত এনজিও নওবেকি গণমুখী ফাউন্ডেশন (NGF) এর অফিসে অবস্থান করেন।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন, এনজিও নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন(NGF) এর ম্যানেজার আলমগীর কবির।
দুপুর ২ টার সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Mr: Charles Whiteley সহ ৫ সদস্য বিশিষ্ট টিমটি পরিদর্শন কাজ সম্পূর্ণ করে সড়কপথে গাড়িযোগে শ্যামনগর উপজেলা ত্যাগ করে সাতক্ষীরা হয়ে যশোর বিমানবন্দর এর উদ্দেশ্যে যাত্রা করেন।