সাতক্ষীরায় নানা আয়োজনে খাদ্য দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
আজ ১৬ অক্টোবর বিশ্বখাদ্য দিবস। দিবসটি উপলক্ষ্যে সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও সাতক্ষীরার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের যৌথ উদ্যেগে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর বিজনেস সাসটেইনেবিলিটি ও এক্সটানাল অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাতক্ষীরা অঞ্চলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মোঃ বাবুল আক্তার, সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত ফুড কন্ট্রোলার জনাব শেখ রিয়াদ কামাল রনি। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে শতাধিক কৃষক, সাতক্ষীরার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও স্থানীয় সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনজেনটা বাংলাদেশ লিমিটেড উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষস্থানীয় একটি বহুজাতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার সহিত বাংলাদেশের কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।