বুধহাটার নওয়াপাড়ায় বসত বাড়িতে দুঃসাহসিক চুরি
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে বসতবাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে মোখলেছুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, বাড়ির মালিক মোখলেছুর রহমান প্রতিদিনের ন্যায় বারান্দার ক্লপ্সিবল গেট সহ অন্য দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল চেতনা নাশক স্প্রে করে বাড়ির সকলকে অচেতন করে। পরে ঘরের আলমারিতে রাখা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকাসহ গৃহকর্ত্রী ও তাদের একমাত্র মেয়ের হাতের রুলি, গলার চেইন, কানের দুলসহ মোট ২ভরি স্বর্ণালংকার ও ২টি টার্স মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চেতনা নাশক স্প্রে-র প্রভাবে সকাল হয়ে গেলেও মোখলেছুর রহমান ঘুম থেকে না ওঠায় এবং তার ঘরের ও গেটের দরজা খোলা দেখে তাদেরকে অন্যান্য ভাইয়েরা ডাকাডাকি শুরু করেন। এ সময় মোখলেছুর রহমান ও তার পরিবারের অন্যদের জ্ঞান ফিরলে বাড়িতে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। রবিবার সকালে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, এ চুরির ঘটনার মালামাল উদ্ধার সহ এর সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘনবসতি এলাকায় এহেন চুরির ঘটনা সংগঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।
Please follow and like us: