বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। চেন্নাইয়ে সাকিবদের আজকের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। টপ অর্ডারে বড় রান আসবে, সেই বিশ্বাস নাজমুল হোসেন শান্তর। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করেই নামবে কিউইরা। চেন্নাইয়ে স্পিনারদের পারফরম্যান্স প্রভাব ফেলবে, বলছেন উইলিয়ামসন।
বড় দলগুলোর মধ্যে সাকিব-শান্তদের সবচেয়ে পরিচিত নিউজিল্যান্ড। এইতো কয়েকদিন আগেও খেলে এসেছে ওয়ানডে সিরিজ। এবার যখন বিশ্বকাপ মঞ্চে নামছে দুই দল, তখন ভীষণ চাপে সাকিবের দল।
একাদশে পরিবর্তনের সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপে দারুণ শুরু নিউজিল্যান্ডের। ইনজুরি থেকে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, তবে শঙ্কা আছে সাউদির খেলা নিয়ে।
কেন উইলিয়ামসন বলেন, চেন্নাইয়ের কন্ডিশনে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। দু দলেই বেশ ভালো মানের স্পিনার আছে, যারা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। সঠিক পরিকল্পনা জরুরি, ম্যাচ জিততে সেরাটা দিতে চাই।
বিশ্বকাপের মঞ্চে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সব শেষ ৯ ম্যাচে ওদের বিপক্ষে হেরেছে টাইগাররা।