দেবহাটায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ভূমিকম্প ও অগ্নিকান্ডকালীন মহড়া, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ দিবস পালন করা হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা ফুটবল মাঠে আলোচনা সভায় সমবেত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রাকৃতিক দূর্যোগে সময় করনীয়, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো, বসতবাড়িতে আগুন নেভানো সহ বিভিন্ন সচেতনতা মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ।