ইসরায়েলকে বিমান ও জাহাজ দেবে যুক্তরাজ্যও
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি স্বাধীনতাকামী স্বশস্ত্র গোষ্ঠী হামাসকে ঠেকাতে আমেরিকার পর এবার ইসরায়েলকে বিমান ও জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে এই তথ্য জানানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলে পাঠাতে যাওয়া বিমানটি একটি নজরদারি বিমান। আর দুটি রয়্যাল জাহাজ পাঠানো হবে। এই দুটি জাহাজ ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার থেকেই পিএইট নামের নজরদারি বিমান কার্যক্রম শুরু করবে। এর কাজ হবে, হামাসের তৎপরতা পর্যবেক্ষণ করে মূল বাহিনীকে জানানো। কোত্থেকে হামাসের কাছে অস্ত্র আসছে, তাও এই বিমানের মাধ্যমে চিহ্নিত করা হবে।
এ ছাড়া ইসরায়েলে আরও বেশ কয়েকটি নজরদারি সরঞ্জাম, নৌবাহিনীর সদস্য পাঠাবে যুক্তরাজ্য। এসব অস্ত্র পাঠানোর পর হামাসের বাহিনী আর হামলা করার সাহস পাবে না বলেই মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
পরিকল্পনায় জানানো হয়, নজরদারি বিমান ও দুইটি রয়্যাল জাহাজ ছাড়াও মানবিক সহায়তার জন্য আগামী সপ্তাহে রয়্যাল নেভি টাস্ক গ্রুপ পাঠাবে যুক্তরাজ্য।