দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পদক অজয় কুমার ঘোষ প্রমুখ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, বিআরডিপি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার ২১ টি মন্ডপে এবারের দুর্গাপূজা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিতের লক্ষ্যে প্রত্যেকটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষনিক বিদ্যুৎ বা বিকল্প পদ্ধতিতে আলোর ব্যবস্থাকরণ, সার্বক্ষনিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, দুর্ঘটনা এড়াতে অবৈধ বিদ্যুৎ সংযোগ না নেয়া এবং প্রত্যেকটি মন্ডপে অগ্নি নির্বাপক ব্যবস্থাকরণ, সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বা অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কায় তাৎক্ষনিক প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেয়া হয় সভায়। এছাড়া উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলা চালু করে সেখান থেকে সার্বক্ষনিক পূজা মন্ডপ মনিটরিং ও তথ্য আদান প্রদান, মন্ডপে যাওয়া আসায় নারী-পুরুষের জন্য আলাদা রাস্তার ব্যবস্থা করা, ইছামতিতে সন্ধ্যার পূর্বে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি বিজয়া দশমীতে ইছামতি নদীর মাঝ বরাবর দিয়ে লাল পতাকা টাঙানো হবে, সেদিন ইছামতি নদীতে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিজিবি এবং দেবহাটা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের জন্য অনুমোদিত নৌকা ব্যতিত কোন প্রকার নৌযান ভাসানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। পরে আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।