তালার হাজী বিরিয়ানি খেয়ে ২৪ জন ছাত্র- ছাত্রী অসুস্থ!
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় খেজুরবুনিয়া বাজার সংলগ্ন জে.এন.এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী( ছাত্র ছাত্রী) তালার হাজী বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে । এ বিষয়ে ব্রাকের প্রতিনিধি আমিনুল ইসলাম জানান,
(১১অক্টোবর) বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি ওয়াশ প্রোগ্রাম করা হয়। উক্ত অনুষ্ঠানের শেষে হাজী বিরিয়ানি থেকে আনা বিরিয়ানি নাস্তা হিসেবে আমরা ২৪ জন ছাত্রছাত্রীকে খেতে দেয় । পরবর্তীতে জানতে পারি যে, এই বিরিয়ানি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে।
এ বিষয়ে অসুস্থ নবম শ্রেণীর ছাত্রী শামিমার ভাই গফ্ফার বিশ্বাস জানান। আমার বোন স্কুল থেকে বাসায় হাজী বিরিয়ানি নিয়ে আসেন। সেটা খেয়ে আমার মেয়ে সহ আমার বোন অনেক অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে বাসায় সেলাইন দিয়ে রাখা হয়েছে ।
জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপালী রানী ঘোষ জানান যে, আমাদের স্কুলে ব্রাকের পক্ষ থেকে একটি ওয়াশ প্রোগ্রাম হয়েছিল।সেখানে নাস্তা হিসেবে হাজী বিরানী দেওয়া হয়েছিল ২৪ জন ছাত্রছাত্রীকে। সেই বিরিয়ানি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে। ৬ জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে দুজন হাসপাতালে ভর্তি আছে। আজকে অনেক জন অসুস্থ এই খবর শুনতে পেয়ে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করছি এবং সবাই বাসাতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি আমরা সবসময় মনিটরিং করতেছি। আমাদের ধারণা দেরি করে খাদ্য খাওয়াই এমনটা হতে পারে।
এ বিষয়ে হাজী বিরিয়ানির ম্যানেজার মাসুম বিল্লাল জানান, ঐদিন আমরা ব্রাকের প্রতিনিধির পক্ষ থেকে আরও তিনটা স্কুলে আমাদের বিরিয়ানি দিয়েছিলাম। কিন্তু মাত্র একটি স্কুলে ২৪ জন শিক্ষার্থী আমাদের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এটা আমরা জানতে পেরেছি। এতে আমাদের ধারণা যে, বিরিয়ানি দেরি করে খাওয়ার কারনে এমনটা হতে পারে।
এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিভাগের ডাক্তার রাজিব সরদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার নম্বর টি বন্ধ পাওয়া যায়।