সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালন
নিজস্ব প্রতিনিধি:
ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের ন্যায় সর্বাতœক কর্মবিরতি পালন করছেন সাতক্ষীরার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে শিক্ষকরা তাদের সকল কার্যক্রম বন্ধ রেখে সমাবেশ করেছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু।
অধ্যক্ষ বাসুদেব বসু এ সময় জানান, ক্যাডার বৈষম্য নিরসন, পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিনদিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে বলে তিনি আরো জানান।
বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। আমরা আশা করি, সরকার আমাদের ন্যায্য দাবি গুলো মেনে নেবেন। জেলার বিভিন্ন সরকারি কলেজেও এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত ঃ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে গত ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল ১০ অক্টোবর থেকে তারা আবারো তিনদিনের কর্মবিরতি পালন করছেন।