ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক:
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। যেখানে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে ভালো সংগ্রহ পেয়েছে আফগানরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ আট উইকেটে ২৭২ রান।
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন দুজন।
জাসপ্রিত বুমরাহর শিকার হয়ে ২২ রানে ইব্রাহিম ফিরলে ভাঙে এ জুটি। এর কিছু পর হার্দিক পান্ডিয়ার বলে পরাস্ত হন গুরবাজও। তিনি করেন ২১ রান। তার বিদায়ের পরপরই ফেরেন ১৬ রান করা রহমত শাহ। এরপর বড় জুটি গড়ে দলটি।
হাশমতউল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ভর করে দ্রুত এগোতে থাকে আফগানরা। ২৪ ওভারে দলীয় সেঞ্চুরির ঘরে পৌঁছায় আফগানিস্তান। এরপর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা।
ইনিংসের চারদিকে দারুণ সব শটে ৬২ বলে ফিফটি পূরণ করেন ওমরজাই। তার পরপরই ফিফটির দেখা পান শাহিদী। ৫৮ বলে অর্ধশতক পূরণ করেন আফগান অধিনায়ক। দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরানের জুটি গড়েন দুজন।
শাহিদী ও ওমরজাইয়ের ব্যাটে ভর করে ম্যাচ নিজেদের হাতে নিচ্ছিল আফগানরা। এমন সময় ওমরজাইকে ফিরিয়ে দুজনের ১২১ রানের জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ওমরজাই আউট হন ৬২ রানে।
এর কিছু পর শাহিদীও সাজঘরে ফেরেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন তিনি। শেষদিকে রশিদ খানের ১৬ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। ভারতের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ একাই চার উইকেট শিকার করেন।