টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ উদ্ধার, ভেতরে দেহাবশেষ
আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর আটলান্টিক মহাসাগরে পাঁচ যাত্রীসহ ধ্বংস হওয়া সাবমেরিন টাইটানের অবশিষ্ট ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, টাইটানের আরোহীদের অনুমিত দেহাবশেষও উদ্ধার করেছেন তারা।
কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, সাবমেরিনটির অতিরিক্ত অংশ গত সপ্তাহে সমুদ্রের তল থেকে উদ্ধার করা হয়েছে। এর অংশবিশেষ যুক্তরাষ্ট্রের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এতে মানব দেহাবশেষ পাওয়া গেছে। এগুলো চিকিৎসা কর্মকর্তারা বিশ্লেষণ করবেন।
উল্লেখ্য, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য রওনা দিয়ে গত ১৮ জুন বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান ভেঙে টুকরা টুকরা হয়ে যায়।
সমুদ্র-পর্যটনে ডুবোযানটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। এ অভিযাত্রায় টাইটানে পাঁচজন আরোহী ছিলেন। তারা সবাই নিহত হন।