ইসরায়েল-গাজা সংঘাতে মৃত্যু ২১০০ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক:
হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। অন্যদিকে পাল্টা হামলায় চালাচ্ছে ইসরায়েল। চলমান এ সংঘাতে দুই পক্ষের নিহতের সংখ্যা ২১০০ ছাড়িয়েছে বলে জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস পরিচালিত গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে চার হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলি মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে।
এদিকে ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলন থেকে বাসিন্দাদের স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে সরে যেতে হুঁশিয়ারি দিয়েছিল হামাস। কারণ সেখানে হামলা করা হবে বলে তারা ঘোষণা দিয়েছে।
ওই সময়সীমা পার হওয়ার পর জানা গেছে, আশকেলন শহর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
বিস্ফোরণের পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে বলে এক পোস্টে জানিয়েছে। আশকেলন থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য হামাসের সময়সীমা পেরিয়ে যাওয়ার এক মিনিট পর ইসরায়েলি বাহিনী বার্তাটি পোস্ট করেছে। এছাড়া সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করে বলেছে, আশকেলনে সাইরেন বাজছে।