হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৭০০
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংঘর্ষ থামছেই না। বিভিন্ন অঞ্চলে এখনো তাদের লড়াই অব্যাহত আছে। এখন পযর্ন্ত হামাসের হামলায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এছাড়া ফিলিস্তিনি কর্মকর্তাদের সর্বশেষ আপডেট অনুযায়ী, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ হাজার ৩০০ জন।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের হামলায় ইসরায়েলের এক সঙ্গীতানুষ্ঠানেই ২৫০ জন নিহত হয়েছে।
আইডিএফের মতে, গাজা উপত্যকা থেকে হামলার সময় ৩ হাজার ২৮৪টি রকেট ছোড়া হয়েছে। যদিও হামাস বলছে, তাদের ছোড়া রকেটের সংখ্যা ৫ হাজারের বেশি। এছাড়া ইসরায়েল হামাসের ৬৫৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
উল্লেখ্য, সংঘাতের ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তারা সরকারি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। আর গাজা থেকেও হামাস ইসরায়েল লক্ষ্য করে থেমে থেমে রকেট হামলা চালাচ্ছে।