উপকারী পেস্তা বেশি খেলেই পস্তাবেন
লাইফস্টাইল ডেস্ক:
পেস্তা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি ৬, পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর পুষ্টিগুণে ঠাসা এই ফল স্বাস্থ্যের খেয়াল রাখে। কিন্তু অতিরিক্ত পরিমাণে এই বাদাম খেলে ক্ষতিও হতে পারে।
ওজন কমাতে সাহায্য করে পেস্তা। পেস্তায় ক্যালোরির পরিমাণ কম এবং প্রোটিনের পরিমাণ বেশি। ফলে পেস্তা দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। শরীর চাঙ্গা রাখতেও পেস্তার জুড়ি মেলা ভার। তাহলে দিনে কতগুলো পেস্তা খাওয়া যাবে, কী বলছেন পুষ্টিবিদেরা।
বিশেষজ্ঞদের মতে, আপনি একদিনে ১ আউন্স অর্থাৎ ৪০ থেকে ৫০ গ্রাম পেস্তা খেতে পারেন। এতে বেশি ক্যালোরি শরীরে প্রবেশ করে না। এছাড়া রোস্টেড পেস্তার বদলে নুন ছাড়া পেস্তা খেতে পারেন।
প্রয়োজনের অতিরিক্ত পেস্তা খেলে যেসব শারীরিক সমস্যা দেখা দিতে পারে-
রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়া
পেস্তায় সোডিয়ামের পরিমাণ বেশি। সেই জন্য উচ্চ রক্তচাপের রোগীদের পেস্তা খেতে মানা করেন চিকিৎসকেরা। বেশি পেস্তা খেলে শরীরে সোডিয়ামের পরিমাণও বৃদ্ধি পাবে। সোডিয়াম উচ্চ রক্তচাপের নেপথ্যে আছে। পেস্তা খান, তবে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে মাত্রাছাড়া খাবেন না।
ওজন বেড়ে যাওয়া
পেস্তা ওজন নিয়ন্ত্রণে রাখে সে কথা ঠিক। তবে ক্যালোরির পরিমাণ কম থাকলে একেবারে যে নেই, তা নয়। তাই পেস্তা খাওয়ার পরিমাণ নিয়ে সতর্ক থাকলেই ভাল। এক কাপ পেস্তায় রয়েছে ৭০০ ক্যালোরি। খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে না থাকলে হিতে বিপরীত হতে পারে।
হজমের গোলমাল
পেস্তায় ফাইবার রয়েছে ভরপুর পরিমাণে। সেই কারণে পেস্তা হজমের সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে। আর উচ্চ মাত্রার ফাইবার আছে বলেই বেশি খেলে উল্টে হজমের গোলমাল দেখা দিতে পারে। তাই পেস্তা সব সময় অল্প করে খাওয়াই শ্রেয়।