আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ: আশাশুনি সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস. এ. এম. আব্দুল ওয়াহেদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল হান্নান। সভায় শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি র ্যালী বের করা হয়। র ্যালিটি কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনু্ষ্ঠানর সকল অতিথিবৃন্দকে গুণীজন সম্মাননা ও মুক্তিযুদ্ধভিত্তিক বই প্রদান করা হয়। অতিথিদ্বয় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হোসেন আলী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সজল কুমার আঢ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী ইতিহাস ও সসংস্কৃতি বিভাগের প্রভাষক শিরিন বাহার যুথি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠান প্রধান শিক্ষক মোছা. আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খানম মিলি। অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকমন্ডলী। অনুষ্ঠান পরিচালনা করেন মু. আসিব ইকবাল।
আশাশুনি আলিয়া মাদ্রাসা: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার ড. মোঃ আবুল হাসানের নেতৃত্বে র ্যালীটি বিভিন্স মড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা চত্বরে ফিরে শেষ হয়। পরে মাদ্রাসা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপার ড. আবুল হাসান, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ আলোচনা রাখেন।
মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ঃ সিক্ষক দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলের সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর নেতৃত্বে র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষকসহ প্রাক্তন শিক্ষক, মুক্তিযোদ্ধা, অভিভাবক, এসএমসি’র সদস্য, কর্মরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা ঃ মহান শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী, অভিভাকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
মিত্র তেঁতুলিয়া পিএসএস হাই স্কুল ঃ বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও র ্যালী করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আবু সাদেকসহ শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষারীরা অনুষ্ঠানে অংশ নেন।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় ঃ বিস্ব শিক্ষক দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী আলোচনা রাখেন।
Please follow and like us: