সাতক্ষীরায় বৃষ্টিপাতের পরিমান ছিলো ২৫ মিলিমিটার
স্টাফ রিপোর্টার:
মৌসুমিবায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির ফলে সাতক্ষীরায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২ অক্টোবর এই লঘুচাপটি সৃষ্টি হয়।এই লঘুচাপ আরো দুই এক দিন থাকবে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিস।এই বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ।
এদিকে বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ।রিক্সা ভ্যান নিয়ে ঠিকমতো বাহিরে যেতে পারছেনা।বাহিরে গেলেও মানুষেরা বাহিরে না আসায় ভাড়া হচ্ছে না বলে জানিয়েছেন ভ্যান চালকরা।অন্যদিকে মানুষের উপস্থিতি কম থাকায় বেচা বিক্রি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।এর থেকে বেশি বৃষ্টি হলে ধানের ক্ষতি হবে বলে জানিয়েছেন কৃষকরা।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো সাইফুল ইসলাম বলেন,এই বৃষ্টির কারণে এবার শীতকালীন ফসল ভালো হবে না।তবে বৃষ্টিতে ধানের কোন ক্ষতি হবে না। আর বৃষ্টির পরিমান বাড়লে ধানের ক্ষতি হবে।
সাতক্ষীরা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন,২ অক্টোবর মৌসুমী বায়ুর কারণে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়।এই লঘুচাপটি আরো দুই একদিন থাকতে পারে।তিনি আরও বলেন,মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত সাতক্ষীরায় বৃষ্টিপাতের পরিমান ছিলো ২৫ মিলিমিটার।