বর্ণিল আয়োজনে আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে দেশের বহুল প্রচারিত নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম।

আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জলের স ালনায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, উন্নয়ন সংস্থা সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল কাদের, রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পাস্ট প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক গোলাম সরোয়ার, আবদুল জলিল, শেখ মাসুদ হোসেন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. মনিরুল ইসলাম মনি, এস.এম রেজাউল ইসলাম, এম রফিক, খন্দকার আসিনুর রহমান, আব্দুল আলিম, শাকিলা ইসলাম জুঁই, সদর উপজেলা সুজনের সাংগঠনিক সম্পাদক জি. এম মাহবুবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা আমাদের সময় এর অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সকল ক্রান্তিলগ্নে তাদের ক্ষুরধার লেখনী জাতি সবসময় স্মরণ করবে। ভবিষ্যত বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া অনষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রগতি সংস্থার প্রকল্প কর্মকর্তা আল-মামুন, প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা, মনিরা সুলতানা মুন্নি, জাহিদা জাহান মৌ, টিআইবি’র আলমগীর হোসেন টিটু, সাংবাদিক আকরামুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, তাজমিনুর রহমান টুটুল, এস.কে কামরুল হাসান, শহিদুল ইসলাম, মসিউর রহমান ফিরোজ, হাফিজুর রহমান, এস এম হাবিবুল হাসান, রাহাত রাজা, মীর মোস্তফা আলী, সোহরাব হোসেন আকরামুজ্জামান জনি প্রমূখ।

অনুষ্ঠানের শেষপর্বে কেক কেটে উদযাপন করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে সংবাদকর্মী, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)