ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এই প্রথম ফোল্ডিং ফোন আনছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। একটি সার্কুলার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেন্সর।
জানা গেছে, আগামী ১৯ অক্টোবর হয়তো এই ফোন লঞ্চ হতে পারে। তবে ওয়ানপ্লাস এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি। সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুশকা শর্মার হাতে ওয়ানপ্লাস ওপেন ফোন দেখা গেছে। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।
এক ইউটিউব ক্রিয়েটর সম্প্রতি এক্স মাধ্যমে একটি ছবি পোস্ট করে দাবি করেছেন যে, অনুষ্কা শর্মার হাতে রয়েছে ওয়ানপ্লাস ওপেন ফোন। ওই ছবি ফোনের ক্যামেরা ইউনিট এক ঝলক দেখা গেছে।
ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনের দাম সোয়া লাখ টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এই ফোনে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে চলেছে। ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি ৭.৮ ইঞ্চির অ্যামোলিড ইনার ডিসপ্লে থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে ৬.৩ ইঞ্চির অ্যামোলিড কভার স্ক্রিন কভার স্ক্রিন থাকতে পারে।
ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনে একটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। একটি সার্কুলার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেন্সর। এখানে ৫০ মেগাপিক্সেলের সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স থাকতে পারে। এছাড়াও থাকতে পারে দুটো ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর।