তালায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় তালায় ২কোটি ৩০লাখ টাকা ব্যয়ে এলজিইডি বাস্তবায়নে তিনটি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২সেপ্টেম্বর) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন,সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আব্দুর রব পলাশ প্রমূখ।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সরুলিয়া ইউপি-সুড়িঘাটা বাজার রোড রাস্তার ঢালাই কাজ ৩২০মিটার এবং খুলনা বাগেরহাট সাতক্ষীরা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইসলামকাটি ইউনিয়নের পরানপুর-সুজনশাহা বাজার এবং সুজনশাহা বাজার থেকে পরানপুর শশ্মানঘাট অভিমূখে রাস্তা উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার তিনটি সড়ক সংস্কার কাজে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
অন্যদিকে উপজেলার জন গুরুত্বপূর্ণ পাটকেলঘাটা বাজারের হাইস্কুল থেকে ভূমি কমিশানের কার্যলয়ের অভিমুখে রোড ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে ৩২০ মিটার কাজ চলছে বলে তালা এল জি ই ডি সুত্রে জানা গেছে।
এসময় প্রধান অতিথি বলেন, তালা উপজেলায় ১১ টি রাস্তার কাজ চলমান রয়েছে । এখনও অনেক কাজ অপেক্ষায় আছে। ধারাবাহিকভাবে বাকি কাজও সম্পন্ন হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ সমূহ বাস্তবায়ন করছে।