কোহলি নয়, পাকিস্তানি তারকার মতে রোহিতকে বল করা সবচেয়ে কঠিন
স্পোর্টস ডেস্ক:
এক দশকেরও বেশি সময় ধরে ভারতের ব্যাটিংয়ের মূল ভরসা তারা দুজন – বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১২ বছর পর আবারও বিশ্বকাপ জেতার জন্য বিশ্বব্যাপী হাজারো বোলারের মনে ত্রাস সৃষ্টি করা এই দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে আছে ভারত। সমীহ করছে প্রতিপক্ষ বোলাররাও।
ব্যতিক্রম নয় পাকিস্তান তারকারাও। অধিনায়ক বাবর আজম ও তাঁর ডেপুটি শাদাব খান – কোহলি ও রোহিতকে কীভাবে আটকে রাখা যায় তা নিয়ে নিঃসন্দেহে গবেষণা করেছেন, করছেন। শাদাবের কাছে অবশ্য কোহলি নয়, রোহিতকেই ব্যাটসম্যান হিসেবে বেশি ভীতিকর বলে মনে হচ্ছে।
নিউজ এজেন্সি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছেন তাঁর এই রোহিত-প্রীতির কথা, ‘আমি রোহিত শর্মাকে অনেক পছন্দ করি। বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিতকে বল করাই সবচেয়ে কঠিন। একবার ও উইকেটে স্বচ্ছন্দ হয়ে গেলে ও অনেক ভীতিকর হয়ে যায়।’
ভারতের বোলারদের মধ্যে শাদাবের ভোট গেছে লেগস্পিনার কূলদীপ যাদবের বক্সে, ‘আমি নিজে যেহেতু লেগস্পিনার, তাই বোলারদের মধ্যে আমি কূলদীপ যাদবকেই এগিয়ে রাখব। ওর ফর্মও বেশ ভালো এখন।’
এশিয়া কাপে পাকিস্তান তেমন ভালো করেনি। শিরোপা জেতা তো দূর, ফাইনালেই উঠতে পারেনি তারা। শাদাব তাও বিশ্বকাপ নিয়ে আশা হারাচ্ছেন না মোটেও, ‘এশিয়া কাপে যেমন চেয়েছিলাম, তেমনটা হয়নি। ভালো খেলিনি আমরা। তবে এটাই ক্রিকেটের সৌন্দর্য যে এখানে ভুল থেকে শিক্ষা নিয়ে সবসময় ভালো করার একটা সুযোগ থাকে।’