ক্রিকেট মাঠে রাজের হাতাহাতি, পরী বললেন আল্লাহ বাঁচাইছে
বিনোদন ডেস্ক:
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। গতকাল শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এতে মারমুখীরূপে দেখা যায় অভিনেতা শরীফুল রাজকে। তাঁর এমন আগ্রাসী চেহারা নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্ত্রী পরী মণি। নাম প্রকাশ না করে মুখ খুললেন এ নায়িকা।
আজ শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই অ্যাগ্রেসিভ… এই (প্রকাশ অযোগ্য) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’
ক্রিকেট লিগটিতে পরী আছেন চয়নিকা চৌধুরীর দলে। কথাগুলো শরীফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী, এটা তাঁর স্ট্যাটাসেই স্পষ্ট। কারণ এই হাতাহাতির ঘটনায় শরীফুল রাজের বিরুদ্ধে ইতোমধ্যেই অনেক অভিযোগ উঠেছে।
দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।
সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬ সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬
টিজ করাতেই মারামারির সূত্রপাতটিজ করাতেই মারামারির সূত্রপাত
এদিকে, হাতাহাতির ঘটনায় আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
প্রসঙ্গত, সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান।