বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন সভা
কামরুল হাসান:
সাতক্ষীরা জেলায় বিশ্বিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্বিদ্যালয় সাতক্ষীর বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। শনিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আ. রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. শেখ কামাল রেজা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সংগঠনের সমন্বয়কারী আব্দুল্লাহ হেল হাবিব, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এড. ইয়ারুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ,কবি হায়দার আলী শান্ত, সমাজসেবক মুনছুর আলী, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, বাস্তবায়ন কমিটির আহবায়ক মেহেদী হাসান, কবি আবু বক্করসহ সাংবাদিক ও বিভিন্ন পেশার সুধিজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক জাকির হোসেন। বক্তারা সাতক্ষীরায় সরকারিভাবে” বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আন্দোলনকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিদন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বক্তারা কলারোয়ার চন্দনপুর সীমান্ত ঘেঁষা চান্দুড়িয়া এলাকায় ভারতের সাথে যোগাযোগ স্থাপনে স্থলবন্দর করার দাবীসহ উপজেলা উন্নয়নে সম্ভাব্য দিকগুলি তুলে ধরেন।
Please follow and like us: