বিশ্বকাপের পর একদিনও অধিনায়কত্ব করবো না: সাকিব
স্পোর্টস ডেস্ক:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ সাকিব জানালেন, বিশ্বকাপ শেষেই নেতৃত্ব ছাড়বেন তিনি।
দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপ শেষ। একদিনও করবো না। আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। ’
তামিম প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘রোহিত শর্মা ৭ থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলছে। তো আপনি ওপেনিং থেকে তিনে বা চারে খেললে সমস্যা কী? এটা আসলে বাচ্চা মানুষি। যে আমার ব্যাট, আমিই খেলব।’
‘পার্সোনাল অর্জন দিয়ে আমি কী করবো। আপনি জিনিসটা দেখলেন যে কেন প্রস্তাব দেওয়া হয়েছে, দলের ভালো হবে বলেই তো। এটাতে খারাপ কী হবে। আপনি যখন বলবেন পারবেন ঠিক আছে আমি পারবো খেলতে। আপনি তখন দলের হয়ে খেলতে পারবেন।’-যোগ করেন সাকিব।
Please follow and like us: