ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি রোগী সাতক্ষীরা মেডিকেলে!
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭শ ছাড়িয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩৪ জন। জেলা সদরের বাইরে বর্তমানে কলারোয়া উপজেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। এনিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭০৮ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৮৫ জন। অন্য জায়গায় রেফার করা হয়েছে ৫৯ জন। বর্তমানে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে ৫৮ জন।
সিভিল সার্জন অফিস আরো জানায়, হাসপাতালে ভর্তিকৃত রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন। এর পরেই রয়েছে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন।
এছাড়া শ্যামনগরে ৮জন, কালিগঞ্জে ৪ জন, দেবহাটায় ৩ জন, সাতক্ষীরা সদর হাসপাতালে ২ জন এবং বেসরকারী হাসপাতালে ২ জন রোগী ভর্তি রয়েছে। আশাশুনি ও তালা হাসপাতালে বর্তমানে কোন ডেঙ্গু রোগী ভর্তি নেই।