তামিমের বাদ পড়ার ব্যাখায় যা বললেন নান্নু
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে নেই তামিম ইকবাল। দল ঘোষণার আগে থেকেই তামিমকে দলে না নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুঞ্জনে তামিম নিজেই ঘি ঢালেন। খেলার জন্য সম্পূর্ণ ফিট নেই বলে জানান তামিম।
এবার তামিমকে দলে না নেওয়ার কারণ ব্যাখা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে নান্নু বলেন, ‘তামিম ইকবালের অনেক দিন ধরেই চোটের সমস্যা। এটা আমরা সবাই জানি। চোট নিয়ে লড়ছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পরই কমপ্লেইন এসেছে, তাই সবকিছু বিবেচনা করে, সবকিছু চিন্তা করে, ওর চোটের কথা ভেবেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’
বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘সার্বিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের তথ্য দিয়েছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি। এরপর সিদ্ধান্তটা এসেছে। এখানে এমন না যে কারও সঙ্গে আলোচনা না করে, পুরোপুরি না জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি। সবার থেকে তথ্য নিয়ে এ সিদ্ধান্ত।’
দল নির্বাচনের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা হয় জানিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘টিম ম্যানেজমেন্টে হেড কোচ আছে, অধিনায়ক আছে। সবার সঙ্গে আলোচনা হয়। এরপর স্কোয়াড প্রস্তুত করা হয়। তামিমের ক্ষেত্রেও একই ধরনে, একই নিয়মে আলোচনা হয়েছে।’
কিছু কিছু চোট নিয়ে ঝুঁকি নেওয়া যায় না উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘দেখা গেল একটা খেলোয়াড়কে নিলাম, সে চোটে পড়ে গেল। তখন টিম ম্যানেজমেন্ট বেকায়দায় পড়ে যাবে। এটা কিন্তু একটা ঝুঁকি। সেসব চিন্তা করেই এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ড সিরিজে দেখেন, ও (তামিম) প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলতে পারেনি। এটাও মাথায় নিয়েন আপনারা। তৃতীয় ম্যাচে ওকে কিন্তু বিশ্রাম নিতে হয়েছে।’