কেশবপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি:
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পর্যটন দিবস-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর স ালনায় বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যাপক এনায়েত হোসেন, সাংবাদিক মোতাহার হোসাইন, শিক্ষার্থী শেখ সাদনান সানি, অভিজিৎ ব্যানার্জী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার অলোকেশ চন্দ্র মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা মহিল বিষয়ক অফিসার রূপালী রানী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শিমুল হাসান, ফটো সাংবাদিক রনি হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে র্যালি অনুষ্ঠিত হয়।