সাতক্ষীরায় দুটি ক্লিনিক সিলগালা, একটির ৫ হাজার টাকা জরিমানা
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা:
লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, নিম্নমানের সেবা, ডিপ্লোমা নার্স, এনেসথেসিয়া ডাক্তারও চিকিৎসকবিহীন অপারেশন, পোষ্ট অপারেটিভ রুম না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুটি ক্লিনিক কাম ডায়াগোনষ্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিক কাম ডায়াগোনষ্টিক সেন্টারকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগোনেষ্টিক সেন্টার, ফায়ার সার্ভিসের পাশে এ আলী ক্লিনিক ও শ্যামনগরের সেবা ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের সাইফুল ইসলাম, জরিনা খাতুনসহ কয়েকজন জানান, ছনকা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম কমপক্ষে ২০ বছর আগে নিজেকে কখনো ডাক্তার, কখনো বা সাংবাদিক পরিচয়ে নাজিমগঞ্জ বাজারের ওয়াকফ স্টেটের জমি দখল করে নিয়ম বহির্ভুতভাবে সেখানে দোতলা ভবন নির্মাণ করে যমুনা ক্লিনিক এন্ড ডায়াগোেেনষ্টিক সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এক সময়ে তার ক্লিনিকের অনুমোদন থাকলেও কোন দিনও ছিল না ডাযাগোনেষ্টি সেন্টারের অনুমোদন। এ ছাড়া ডিপ্লোমাধারী সেবিকার পরিবর্তে সুশ্রী নারীকে দিয়ে ঘষা মাজার কাজ করিয়ে যাচ্ছেন। ২০১৭ সাল থেকে তার ক্লিনিকের লাইসেন্স নবায়ন হয়নি। এমনকি ২০১৮ সালে ডিজিটাল লাইসেন্স চালু হলেও তা পাননি শরিফুল। কেবলমাত্র একজন সাবেক স্বাস্থ্য পরিদর্শক ডাঃ হাবিবুল্লাহ বাহারকে সামনে রেখে নিজে ডাঃ সেজে অপারেশন করিয়ে থাকেন। তার এসব অনিয়মের অভিযোগ স্থানীয় প্রশাসন জেনেও সাংবাদিকতার প্রভাবে নীরব থাকতো। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আজাহার আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তাকে করা হয় ৫ হাজার টাকা জরিমানা। একইসাথে লাইসেন্স, ডিপ্লোমা ডিগ্রীধারী সেবিকা ও মানহীন সেবার অভিযোগে ফায়ার ব্রিগেড অফিসের পাশে এ আলী ক্লিনিক সিলগালা করা হয়েছে।
অপরদিকে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, নি¤œমানের সেবা, ডিপ্লোমা নার্স, এনেসথেসিয়া ডাক্তারও চিকিৎসকবিহীন অপারেশন, পোষ্ট অপারেটিভ রুম না থাকাসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলামের উপস্থিতিতে শ্যামনগর সদরের সেবা ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার শ্যামনগর ও কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযোনে দুটি ক্লিনিক সিলগালা ও একটি ক্লিনিকে পাঁচ হাজার টাকা জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।