পৃথিবীর ওপর নজরদারি করতে চাঁদে বসছে টেলিস্কোপ
বিজ্ঞান ডেস্ক:
পৃথিবী থেকে চাঁদের দিকে নজর রাখার ব্যবস্থা বিজ্ঞানীরা অনেক আগেই করে ফেলেছেন। কিন্তু এবার চাঁদ থেকে পৃথিবীতে নজর রাখার ব্যবস্থা হতে যাচ্ছে। এ জন্য বসানো হচ্ছে মস্ত এক টেলিস্কোপ।
স্পেস ডট কমের প্রতিবেদনে বলা হয়, যেকোনো বড় টেলিস্কোপ প্রায়ই পাহাড়ের উচ্চতায় বসানো হয়। অনেক মহাকাশ গবেষণা সংস্থা তাদের টেলিস্কোপ মহাকাশে পাঠায়। তবে এবার টেলিস্কোপ বসানো হবে চাঁদের পৃষ্ঠে। ধারণা করা হচ্ছে এর আগে কখনও এতো বড় টেলিস্কোপ বানানো হয়নি।
চাঁদে একটি টেলিস্কোপ বসানো হলে, তা বিজ্ঞানীদের কাজকে আরও অনেক সহজ করে দেবে। তবে চাঁদের পৃষ্ঠে কোনো সাধারণ টেলিস্কোপ বসবে না। গবেষকেরা জানিয়েছেন, সেখানে গবেষণার জন্য হাইপারটেলিস্কোপ বা রেডিও টেলিস্কোপ বসানো হবে। এ ছাড়া চাঁদের মেরুতে জীবনের সন্ধানে লাইফ ফাইন্ডার টেলিস্কোপও স্থাপন করা হতে পারে। ফলে সৌরজগতের বাইরের গ্রহগুলোর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করতে পারবে মহাকাশচারীরা।
গবেষকেরা তালিকায় অনেক ধরনের টেলিস্কোপ রেখেছেন। এরমধ্যে একটি হলো লুনার অপটিক্যাল ইউভি এক্সপ্লোরার, যা অতিবেগুনী রশ্মির ওপর ফোকাস করবে। অর্থাৎ মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ করার সঙ্গে সঙ্গে কোনো গ্রহে অতিবেগুনী রশ্মির প্রভাব কেমন হবে তা পরীক্ষা করবে। যদিও বর্তমানে পৃথিবী নিজেই এই অতিবেগুনী রশ্মির ঝূঁকিতে রয়েছে।
বিজ্ঞানীরা একটি অপটিক্যাল টেলিস্কোপের কথাও ভাবছেন। এটি চাঁদের ভূখণ্ডের মধ্যে স্থাপন করা হবে। একটি অপটিক্যাল টেলিস্কোপের শক্তি ও আকার অন্য সব টেলিস্কোপের থেকে অনেক বেশি হবে। তবে কবে এই অভিযান শুরু হবে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।