ডুমুরিয়াতে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণীসম্পদ সেবা নামে নতুন সংগঠনের যাত্রা শুরু
ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার প্রশিক্ষিত যুব আত্মকর্মীদের নিয়ে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণী সম্পদ সেবা সংগঠন নামক একটি যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জানাযায় ডুমুরিয়া উপজেলা ১৪ টি ইউনিয়নের শিক্ষিত অবহেলিত বেকার যুবকেরা যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে প্রাথমিক প্রাণী চিকিৎসা সেবা ও কৃত্রিম প্রজনন পেশার সঙ্গে যুক্ত রয়েছে।প্রায় দু’শতাধিক প্রশিক্ষিত যুবক উপজেলার বিভিন্ন প্রান্তে দিনে রাতে প্রাণী সম্পদের সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলেছেন। শনিবার বিকেলে ডুমুরিয়া বাজারে এসকল সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক ভাবে সংগঠনটির মূল উদ্দেশ্য নিরুপন করা হয় বাংলাদেশ প্রাাণী সম্পদের দুধ ও মাংসের চাহিদা পুরণে ডেইরি ও ফ্যাটেনিং সেক্টর দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। এই সেক্টরের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রশিক্ষিত কর্মীরা দিনে রাতে মাঠ পর্যায়ে কাজ করে কাজ করে যাওয়া। সভায় সভাপতিত্ব করেন, মোঃ আলতাফ মাহমুদ। বক্তৃতা করেন, ইসমত খান, হরিশ চন্দ্র দাস, আছাদুল শেখ, বাবলু কবির, উজ্জল চন্দ্র দাস, মনিরুল ইসলাম সজল, আনন্দ রায়, রিয়াদ হোসেন, রবিউল ইসলাম, খান নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মিলু, উত্তম সরকার, অলোক কুমার হালদার, আফজাল হোসেন, আসমা বেগম, জুলফিকার, বুদ্দিস্বর মিস্ত্রী, এবাদুল ইসলাম, মনিরুল ইসলাম, সুধাংসু সরকার, শহিদুল ইসলাম, নিউটন রায়, শাহিন হোসেন, শমির প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে আনোয়র হোসেনকে সভাপতি এবং আলতাফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
Please follow and like us: