শ্যামনগরে অবৈধ ভাবে ইতালি যাওয়ার পথে প্রতারণার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রতারকরা, উপরী মহল ম্যানেজের চেষ্টা
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে অবৈধ ভাবে ইতালি যাওয়ার পথে প্রতারণার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রতারকরা
উপরী মহল ম্যানেজের চেষ্টা ৷ প্রতারনা চক্রের মূল হোতা হারুন দৌড়ঝাপ শুরু করেছে ৷ লিবিয়া থেকে সরাসরি মোবাইলে কথা বলেছেন নির্যাতিতরা ৷ লিবিয়ান দালালদের টাকা না দেওয়ার ফলে নির্যাতন করেছেন বলে জানান ৷
প্রকাশ থাকে যে, উপজেলার সাহেবখালি, পশ্চিম কৈখালী ও জয়াখালি গ্রামের জাহার আলী কয়ালের ছেলে মামুন, রেজাউল গাজীর ছেলে রাশিদুল, বারী গাজীর ছেলে সামাদ, রুহুল আমিনের ছেলে মিজান, মাস্টার আব্দুর রশিদের ছেলে রাসেল, জহুর আলীর ছেলে রফিকুল, সালাম ঢালীর ছেলে আনারুল, মৃত ফজের আলী গাজীর ছেলে দেলোয়ার, আনছার কয়াল ছেলে মিঠু, জামির আলীর ছেলে আসলাম, আমির আলীর ছেলে জামু লিবিয়ায় প্রবেশ করে ৷
গত কয়েকদিন আগে অবৈধ ভাবে ইতালি যাওয়ার পথে শ্যামনগরে প্রতারণার ফাঁদে ১১ যুবক!
পূণরায় টাকার দাবিতে পার্শ্ববিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয় ফেইসবুক গণমাধ্যমে ৷
বিষয়টি দেখে বিভিন্ন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রতারকরা ৷
একটি গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে যে, তাদেরকে অমানবিক নির্যাতনের ফলে শাররীক অসুস্থা খারাপ থাকলেও বিনা চিকিৎসায় রয়েছে তারা ৷
এদিকে হারুন সহ হারুনের পরিবার ও মনিরুলের পরিবার পালাতক রয়েছে ৷ এলাকা সূত্রে জানাগেছে যে, তারা এরকম অভ্যাস্ত ৷ হারুন দীর্ঘ বছর ধরে আদম ব্যবসা করে আসছে ৷
তবে শ্যামনগর শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি তাদের পরিবারকে বার বার অভিযোগ দিতে বলেছি কিন্তু তারা অভিযোগ দিচ্ছে না ৷ দালালদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু তাদের বাড়ি তালা দেওয়া ৷ এরপরও দালালদের খোঁজ নেওয়া হচ্ছে ৷
Please follow and like us: