কৈখালী সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে ও সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের ক্লাব হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের সভাপতি, সাংবাদিক জি,এম,আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহাজাহান সিরাজ,প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান,সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন,এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ শেখ আরাফাত হোসেন,এমবিবিএস (রাজশাহী) পিজিট (মেডিসিন) সিসিভিডি(আইসিএইচআর আই) সিএমইউ(আল্ট্রা) ডায়াবেটিস ও মেডিসিন অভিজ্ঞ।
পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু,এর সঞ্চালনায় ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সূর্য তরুণ যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মতলেব হাসান,সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল,আল মিজান,নুর মোহাম্মদ, আনিছুর রহমান (আনু),সাইফুদ্দীন, আবু বক্কার,মিজানুর রহমান,ইয়াছিন আরাফাত,আবুল কালাম,ফজের আলী, আলমগীর, হোসেন আলী,শহিনুর আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহেল রানা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু ইছা, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
রবিবার বেলা ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না,তাদের জন্য দোঁড়গোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায়, সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পূর্ব কৈখালী সূর্য তরুণ যুব সংঘের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।
Please follow and like us: