তালায় বন্দোবস্ত কৃত জমিতে ঘর সংস্কারে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় বন্দোবস্ত কৃত জমিতে ঘর সংস্কারের বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩সেপ্টেম্বর) পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার ছোট কাশিপুর গ্রামের মৃত: আবু বকর বিশ্বাস পুত্র বিশ্বাস রফিকুল ইসলাম।
এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে নিয়মনীতি মেনে পটুয়াখালী মৌজার ১ নং খাস খতিয়ান ১৪২২ নম্বর দাগের অন্তর্ভুক্ত জমি ইজারা নিয়ে শান্তি পূর্ণভাবে ভোগ দখল করি। যার ইজারা নং-২২৮\১৯-২০। সম্প্রতি উক্ত জমি জবরদখলে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছে। এক পর্যায়ে জনৈক ব্যক্তি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগটি সত্যতা না থাকায় সাতক্ষীরা জেলা প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। তারপরও পরসম্পদলোভী বিবাদীরা বারবার অন্যায় ও গায়ের জোরে আমার শান্তিপূর্ণ ভোগদখলীয় জমিতে ভোগদখলে এবং দোকান ঘর নির্মাণে বাঁধা সৃষ্টি করে আসছে।
তিনি বন্দোবস্তকৃত জমিতে নির্বিঘ্নে দোকান নির্মাণের জন্য জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশন (ভূমি) হস্তক্ষেপ কামনা করেন।