বুধহাটা বাজার উন্নয়নে এলজিইডির মাপ জরিপ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার প্রাণকেন্দ্র বুধহাটা বাজারের অভ্যান্তরিণ সড়কের উন্নয়নে এলজিইডি মাপ জরিপ কাজ করেছে। বৃহস্পতি ও শুক্রবার বাজারের মধ্যের সড়কগুলোর অবস্থা ও সংস্কারে স্টিমেট তৈরীর লক্ষ্যে এ মাপ জরিপ করা হয়।
দীর্ঘদিন যাবৎ বাজারের অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়ে চরম ভোগান্তিতে পরিণত করেছিল। বাজারের উন্নয়নের জন্য একাধিকবার পত্রপত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বাজারের উন্নয়নের জন্য দাবী উত্থাপিত হয়েছে। কিন্তু আংশিক উদ্যোগ গ্রহন করা হলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। অবশেষে এলজিইডি আশাশুনি উপজেলা প্রকৌশলীর দিক নির্দেশনায় উপ সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম ও জুলফিকর আলী মাফজরিপ কাজ সম্পন্ন করেন। এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ে বাজারে বেহাল দশা সড়কগুলো সংস্কারের দাবি জানান।
Please follow and like us: