বুধহাটায় শ্রীমদ্ভাগবত গীতা স্কুল পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে শ্রীমদ্ভাগবত গীতা স্কুল পরিদর্শন করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের পাইথালী দুর্গামন্দিরে পরিচালিত স্কুল পরিদর্শন করা হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে ধর্ম জাগরণী সংঘ পরিচালিত স্কুলটি পরিদর্শন করেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা সভাপতি গোপাল কুমার মন্ডল। এসময় তিনি স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন, স্কুলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন ও পরামর্শ প্রদান করেন।
Please follow and like us: