ইউক্রেনে আর অস্ত্র পাঠানো হবে না: পোল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:
শস্য আমদানি চুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনে আর অস্ত্র পাঠানো হবে না বলে জানিয়েছেন দেশটির অন্যতম মিত্র দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমনটি জানান।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা আর ইউক্রেনে অস্ত্র দিচ্ছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সশস্ত্র করছি।
যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে শস্য আমদানি বন্ধ করে দেয় পোল্যান্ড। এ নিয়ে ওয়ারশ জানায়, নিজেদের কৃষকদের কথা চিন্তা করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে মঙ্গলবার জাতিসংঘে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বলেন,কিছু দেশ ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল। এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ওয়ারশর পক্ষ থেকে বলা হয়, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে পোল্যান্ড। ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্যের জন্য ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছে পোল্যান্ড।
যুদ্ধের শুরু থেকেই পোল্যান্ড ইউক্রেনকে অনেক সহায়তা দিয়েছে কারণ এটি রাশিয়ার আগ্রাসন থেকে নিজেদের দূরে রাখতে চায়। ইউক্রেনকে লিওপার্ড টু যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছিল ওয়ারশ। বর্তমানে ইউক্রেনের প্রায় ১৫ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।